অবকাশে হাইকোর্টে দুই ধাপে ১৪ বেঞ্চে চলবে বিচারকাজ
সুপ্রিম কোর্ট

হাইকোর্টের তিন বিচারপতিকে শোকজ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর: সুপ্রিম কোর্ট প্রশাসন

আজ (২৮ অক্টোবর) কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, বিপুল সংখ্যক জামিন প্রদানের কারণে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে শোকজ করে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সংবাদে আরও দাবি করা হয়, সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোসাইন হোয়াটসঅ্যাপ ও ফোনের মাধ্যমে বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেনকে নোটিশের বিষয়ে অবহিত করেছেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন এই সংবাদকে সম্পূর্ণ বিকৃত ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে।

প্রধান বিচারপতি কোনো বিচারপতিকে শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেননি। প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে শুধু মামলা সংক্রান্ত কিছু তথ্য চাওয়া হয়েছিল, যা আদালত ব্যবস্থাপনার নিয়মিত দাপ্তরিক প্রক্রিয়া

বিবৃতিতে বলা হয়েছে, সংবাদে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা “ভুল ও বিকৃত উপস্থাপন”, যা জনমনে বিভ্রান্তি তৈরি করেছে। সংশ্লিষ্ট যোগাযোগ ছিল আদালতের গোপনীয় প্রশাসনিক যোগাযোগ (privileged court communication), যা প্রকাশ করা অনুচিত।

বিবৃতিতে আরও বলা হয়, আদালতসংক্রান্ত সংবাদ প্রচারের আগে গণমাধ্যম যেন যথাযথভাবে তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে প্রকাশ করে। এতে বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা পাবে এবং জনগণ বিভ্রান্ত হবে না।