সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মরত ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে পরিচিত আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ নামে একটি সংগঠন।
আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভের সময়ে তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
নেতারা বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এখনও ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত অনেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারি অ্যাটর্নি জেনারেল কাজ করে যাচ্ছেন। এটা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। ২৪-এর গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের জন্য হয়নি। অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের নিয়োগ বাতিল করতে হবে।
বক্তারা বলেন, আমরা শুনতে পাচ্ছি নতুন নিয়োগের জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে আরেকটি তালিকা করা হয়েছে। যেখানে ফ্যাসিবাদের দোসরদের রাখা হয়েছে। আমরা এই নিয়োগ কার্যকর হতে দেবো না।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মো. জসিম উদ্দীন, ব্যারিস্টার আশরাফ রহমান, মিনারা খাতুন লাকী প্রমুখ।

