সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষায় বিশেষ পরিদর্শক ১০ বিচার বিভাগীয় কর্মকর্তা
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (লোগো)

অষ্টাদশ বিজেএস প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ ১,০৫০ জন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) অষ্টাদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৮শ বিজেএস) প্রাথমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করেছে। এতে মোট ১,০৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) কমিশনের ওয়েবসাইটে (www.bjsc.gov.bd) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে নিয়োগ সম্পর্কিত আদেশ ২০০৭-এর ৪(২) ধারা অনুযায়ী প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ন্যূনতম যোগ্যতা ৫০ শতাংশ নম্বর নির্ধারিত ছিল।

সেই মানদণ্ডে ১,০৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং বিজেএস কমিশনের ১৪৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হয়েছেন।

কমিশন আরও জানিয়েছে, ফলাফলে কোনো ত্রুটি বা অসংগতি ধরা পড়লে তা সংশোধনের অধিকার কমিশনের কাছে সংরক্ষিত থাকবে।

উত্তীর্ণদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন