ঢাকা, ৪ নভেম্বর ২০২৫: সংবিধান ও গণতন্ত্র পর্যবেক্ষণকারী সংগঠন ‘কন্সটিটিউশন ওয়াচডগ’ (CW) সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে। সংস্থাটি সোমবার (৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রতি এই আহ্বান জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি ড. বদিউল আলম মজুমদার দায়ের করা আপিল আবেদনটি বর্তমানে বিচারাধীন।
যদিও হাইকোর্ট তার রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিকে অসাংবিধানিক ঘোষণা করেছিল, আদালত সংশোধনীর সব ধারা বাতিল করেনি।
সি ডব্লিউ’র মতে, এই আংশিক বাতিল যথেষ্ট নয়, কারণ সংশোধনীর অবশিষ্ট ধারা এখনো দেশের গণতান্ত্রিক কাঠামো ও সাংবিধানিক ভারসাম্যের সঙ্গে বিরোধ তৈরি করছে।
সংগঠনের সভাপতি মো. ইব্রাহীম খলিলুল্লাহ বলেন, “আপিল বিভাগের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংবিধানের অখণ্ডতা ও মৌলিক কাঠামো রক্ষা। পঞ্চদশ সংশোধনীর সব ধারা বাতিল না হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে পুনর্বহাল করা সম্ভব নয়।”
তিনি আরও যোগ করেন, এই মামলার রায় দেশের ভবিষ্যৎ শাসন কাঠামো, আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের ক্ষমতা, এবং সংবিধানের মৌলিক সীমারেখা নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
সংস্থাটি আদালতের বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা ও আস্থার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে।

