ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বুধবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আপিল শুনানি শেষে নিজের দপ্তরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
জন্মভিটা থেকে ভোট করছেন কি না, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, “আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে (শৈলকুপা) চেয়েছি। আমি ভোট করব।”
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৮ অগাস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা।
আসাদুজ্জামান বুধবার সংবাদ সম্মেলনে বলেন, “আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো, আমার অ্যাটর্নি জেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। যখন সময় আসবে, তখন (পদত্যাগ) করব।”
সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম পড়ে শোনান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই তালিকায় ঝিনাইদহ-১ আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি।
সেখানে বিএনপির মনোনয়ন পাচ্ছেন কি না, এমন প্রশ্নের উত্তরে হাস্যোজ্জ্বল আসাদুজ্জামান বলেন, “আমি আশাবাদী।”
শৈলকুপার বারইপাড়া গ্রামের ছেলে আসাদুজ্জামানের জন্ম ১৯৭১ সালের জানুয়ারি মাসে। তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন; সেখান থেকেই এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন।
আসাদুজ্জামান ১৯৯৫ সালে বার কাউন্সিলে তালিকাভুক্ত হন, পরের বছর হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কাজ করার সুযোগ পান। বিশিষ্ট আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন আসাদুজ্জামান। তিনি ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

