পাকিস্তান সুপ্রিম কোর্টে সিলিন্ডার ও এসি প্ল্যান্ট বিস্ফোরণ, আহত অন্তত ১২

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ইসলামাবাদে এ ঘটনা ঘটে।

রাজধানী পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভি জানান, বিস্ফোরণটি ঘটে আদালত ভবনের বেসমেন্টে অবস্থিত ক্যান্টিনে।

ক্যান্টিনের পাশেই ছিল সুপ্রিম কোর্টের সেন্ট্রাল এসি সিস্টেমের প্ল্যান্ট, যেখানে মেরামতের কাজ চলছিল। সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে এবং এসি প্ল্যান্টেও বিস্ফোরণ ঘটে।

আলী নাসির রিজভির ভাষ্য অনুযায়ী, আহতদের মধ্যে কয়েকজন এসি মেকানিকের অবস্থা আশঙ্কাজনক। একজনের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে পুরো সুপ্রিম কোর্ট ভবন কেঁপে ওঠে। বিচারাধীন কক্ষগুলো থেকে আতঙ্কিত মানুষজন দৌড়ে বাইরে চলে আসে। ধাক্কায় আদালতের ৬ নম্বর ভবনের দেয়াল ও কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের পর দিনটির সব শুনানি স্থগিত ঘোষণা করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে বুধবার থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে।