বরগুনার আমতলীতে সালিসি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় মো. জাকারিয়া হোসেন নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৫ নভেম্বর) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামির স্ত্রী সিথি আক্তার এক সন্তানসহ গর্ভবতী অবস্থায় জানতে পারেন, তার স্বামী জাকারিয়া হোসেন আবার বিয়ে করেছেন।
পরে তিনি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৬(৪)(বি) ধারায় মামলা করেন—যেখানে সালিসি পরিষদের অনুমতি ছাড়া একাধিক বিয়ে করা দণ্ডনীয় অপরাধ হিসেবে বর্ণিত।
সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং তাকে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

