নাটোরে নদী থেকে বালু উত্তোলন, সেই চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আদালত

সামারি ট্রায়ালে মাদক সেবনকারীকে ৬ মাসের কারাদণ্ড

বরগুনার আমতলীতে গাঁজা সেবনের দায়ে লিটন হাওলাদার নামে এক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

বুধবার (১২ নভেম্বর) আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, আমতলীর খেকুয়ানী গ্রামের মো. লিটন হাওলাদার নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাফেরা করছিলেন। এ সময় এসআই মো. ওয়ালীউল্লাহ তাকে সন্দেহভাজন হিসেবে আটক করেন।

পরে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ মিলে। পুলিশের রিপোর্ট ও সাক্ষ্যপ্রমাণসহ তাকে আদালতে উপস্থাপন করা হলে, আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক রায় ঘোষণা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, গাঁজা সেবন একটি শাস্তিযোগ্য অপরাধ। দ্রুত বিচারের এই রায়কে স্থানীয় প্রশাসন “মাদকবিরোধী অভিযানের কঠোর প্রয়োগ” হিসেবে দেখছে।