সংবিধান অর্থবহ করতে বিচার আরও স্বচ্ছ হতে হবে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

হাইকোর্ট বিভাগে ৬৭ বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৬৭টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (১২ নভেম্বর) প্রধান বিচারপতির নির্দেশনায় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান বিচারপতির নির্দেশ অনুসারে আগামী রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ নতুনভাবে পুনর্গঠিত ৬৭ বেঞ্চে পরিচালিত হবে।

আইনজীবী মহলে ধারণা করা হচ্ছে, সম্প্রতি স্থায়ী হওয়া বিচারকদের অন্তর্ভুক্তি ও কার্যক্রমের ভারসাম্য আনতেই এই পুনর্গঠন করা হয়েছে।