রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন
রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন

রাজশাহীতে বিচারকের বাসভবনে হামলা, আইনজীবী সমিতির গভীর শোক ও প্রতিবাদ

রাজশাহী মহানগর দায়রা জজের বাসভবনে দুষ্কৃতিকারীর অনুপ্রবেশে বিচারকের পুত্র নিহত এবং স্ত্রী গুরুতর আহত হওয়ার ঘটনায় রাজশাহী এডভোকেটস বার এসোসিয়েশন গভীর উদ্বেগ, শোক এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে।

গত ১৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে অপরাহ্নে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় আজ রোববার (১৬ নভেম্বর) আইনজীবী সমিতি এক বিবৃতিতে জানায় যে, বিচারাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি ভয়াবহ ব্যর্থতার ইঙ্গিত দেয় এবং বিচার বিভাগ সংশ্লিষ্ট সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

সংগঠনটি নিহত শিশুর রুহের মাগফিরাত কামনা করেছে এবং আহত বিচারকের স্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই কামনা জানিয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

রাজশাহী এডভোকেটস বার এসোসিয়েশন মনে করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের বিচারব্যবস্থার নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলে দেয়। সংগঠনটি বিচারাঙ্গণের নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

সমিতির সভাপতি আলহাজ্ব মো. আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক মো. জমসেদ আলী যৌথ স্বাক্ষরে দেওয়া বিবৃতিতে তারা ঘটনাটিকে নৃশংস, অমানবিক এবং বিচারব্যবস্থার নিরাপত্তার পরিপন্থী বলে উল্লেখ করেন।