আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় দায়ের হওয়া হয়রানিমূলক ও গায়েবি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর প্রতি নতুন করে আহ্বান জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব মামলার বর্তমান অবস্থা বিস্তারিত উল্লেখ করে— মামলার এজাহার, এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের স্পষ্ট ফটোকপি সংযুক্ত করে— আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে জমা দিতে বলা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালে, বিশেষ করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে–পরে রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের হওয়া অসংখ্য হয়রানিমূলক মামলা চিহ্নিত করে প্রত্যাহারের উদ্যোগ চলমান রয়েছে। অনেক মামলা জনগণের কাছে গায়েবি মামলা হিসেবেই পরিচিত ছিল।
এর আগে সলিসিটর অনুবিভাগ থেকে দেশের সব পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের এসব মামলার তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে বিষয়টিকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে জাতীয় দৈনিকগুলোতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গণবিজ্ঞপ্তির পর বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও পরিবার থেকে প্রাপ্ত মামলার তালিকা যাচাই-বাছাই শেষে জাতীয় পর্যায়ের কমিটি মামলাগুলো পর্যালোচনা করছে।
মন্ত্রণালয় জানায়, ইতোমধ্যে প্রায় ২০ হাজার মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। প্রক্রিয়া যেন আরও দ্রুত এগোয়, সে কারণেই ৩০ নভেম্বরের মধ্যে সমস্ত প্রাসঙ্গিক কাগজপত্র জমা দিতে সংশ্লিষ্টদের প্রতি পুনরায় আহ্বান জানানো হয়েছে।

