জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধানের বিবৃতি পক্ষপাতদুষ্ট ও পূর্বপরিকল্পিত
পররাষ্ট্র মন্ত্রণালয়

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায়ে পলাতক আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে জুলাই হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করার পর বাংলাদেশ সরকার তাঁদের প্রত্যর্পণে ভারতের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ হিসেবে বিবেচিত হবে না; বরং এটি ন্যায়বিচারের প্রতি সুস্পষ্ট অবজ্ঞা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।”

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এ বিষয়ে ভারতের সহযোগিতা শুধু বন্ধুত্বের চিহ্ন নয়, বরং একটি চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা।

সরকারি সূত্র বলছে, রায় ঘোষণার পরই আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক নোট পাঠানো হচ্ছে। দেশটির নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে দণ্ডপ্রাপ্তদের দ্রুত প্রত্যর্পণের ওপর জোর দিয়েছে ঢাকা।