গুম-খুনের অভিযোগ নিয়ে এবার ট্রাইব্যুনালে বিএনপি, প্রধান আসামি শেখ হাসিনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

নতুন বছরে প্রসিকিউশনকে ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান ট্রাইব্যুনালের

নতুন বছরের সূচনায় ন্যায়বিচার, সততা ও আইনের শাসনের পথে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার (৪ জানুয়ারি) প্রসিকিউশনের প্রতি এ আহ্বান জানান ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

পুরোনো বছর পেরিয়ে ২০২৬ সালের প্রথম কার্যদিবস রোববার। এদিন আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাত হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের মতো জেরা চলছে।

বেলা সোয়া ১১টায় এ জেরা শুরু হয়। তবে প্রথমেই বিচারকদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।

তিনি বলেন, নতুন বছরের আজ প্রথম কার্যদিবস। শুরুতেই আমরা আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাতে চাই। তখন ট্রাইব্যুনালও এজলাসে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরাও দোয়া করি। আমরা যেন সঠিক আর ন্যায়ের পথে থাকতে পারি। আপনারাও সততা ও ন্যায়ের পথে অবিচল থাকবেন।

এরপর আশুলিয়ার মামলায় তদন্ত কর্মকর্তা জানে আলম খানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিরাজুল ইসলাম।