বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির শোকসভা

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির শোকসভা

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই শোকসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার। তিনি তাঁর বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। আইনজীবী সমাজ সবসময় তাঁর আদর্শ, সাহস ও দেশপ্রেম থেকে অনুপ্রেরণা লাভ করেছে।

শোকসভায় আরও বক্তব্য দেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, রফিক আহম্মদ, তারিক আহমদ, কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ, আবদুস সাত্তার সারওয়ার, সিরাজুল ইসলাম চৌধুরী, কাশেম চৌধুরী, ফৌজুল আমিন, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, কাশেম কামাল, কবির হোসাইন ও মো. ইবরাহীমসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শোকসভা অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল বারী।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক মো. মনজুর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার এবং কার্যনির্বাহী সদস্য এহছান উল্লাহ মানিক, আছমা খানম, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, রাহেলা গুলশান (ডালিয়া) ও সাজ্জাদ কামরুল হোসেন।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।