পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
আইনি নোটিশ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথক পুলিশ কমিশনার নিয়োগে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথকভাবে একজন করে পুলিশ কমিশনার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি)  ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু এই নোটিশ পাঠান।

স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ প্রদান করা হয়েছে।

লিগ্যাল নোটিশে বলা হয়, ঢাকা মহানগর বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নামে দুটি স্বতন্ত্র সিটি করপোরেশনে বিভক্ত। উভয় সিটি করপোরেশনের রয়েছে পৃথক ভৌগোলিক সীমানা, বিপুল জনসংখ্যা, স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো এবং নাগরিক সেবার স্বতন্ত্র দায়িত্ব।

নোটিশে উল্লেখ করা হয়, প্রচলিত আইন, প্রশাসনিক ন্যায়সংগততা এবং সুশাসনের নীতিমালা অনুযায়ী একটি সিটি করপোরেশনের জন্য একজন পুলিশ কমিশনার থাকা আবশ্যক। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৭৬, সংবিধানের অনুচ্ছেদ ২১ ও ৫৫ এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার মৌলিক দায়িত্বের আলোকে প্রতিটি সিটি করপোরেশনের জন্য পৃথক পুলিশ কমিশনার নিয়োগ একটি আইনসম্মত ও অপরিহার্য ব্যবস্থা।

বর্তমানে ঢাকার দুই সিটি করপোরেশনের জন্য পৃথক পুলিশ কমিশনার নিয়োগ না থাকায় প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়। এর ফলে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর তদারকি ব্যাহত হচ্ছে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও দ্রুত পুলিশি সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যা সংবিধান ও আইনের শাসনের পরিপন্থি।

লিগ্যাল নোটিশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য একজন পুলিশ কমিশনার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য একজন পুলিশ কমিশনার নিয়োগের লক্ষ্যে অবিলম্বে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।