উচ্চ আদালত কর্তৃক স্থগিত মামলার সংক্রান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিম্ন আদালতের কাছে এসব মামলার তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্টের ডেপুটি রেজিস্টার (প্রটোকল) মোঃ আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে, দেশের সকল জেলায় অবস্থিত আদালত/ট্রাইব্যুনালের কাছে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত মামলার ধরণ ও নম্বর, উচ্চ আদালতের মামলার ধরণ ও নম্বর এবং উচ্চ আদালত কর্তৃক স্থগিতাদেশ প্রদানের তারিখ জানতে চাওয়া হয়েছে।
একইসঙ্গে আগামী ১০ অক্টোবরের মধ্যে স্থগিত মামলা সংক্রান্ত বর্ণিত তথ্য সংযুক্ত করে ফ্যাক্স নম্বর: ০২-৯৫৮৭২০০ এবং ই-মেইল আইডি: statement@supremecourt.gov.bd -এ প্রেরণ করতে বলা হয়েছে।