বার কাউন্সিলের সামনে আমরণ অনশনে শিক্ষানবিশ আইনজীবীরা

আইনজীবী তালিকাভুক্তির সর্বশেষ অনুষ্ঠিত লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নসহ চার দফা দাবিতে আমরণ অনশন করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষানবিস আইনজীবীরা। বৃহস্পতিবার থেকে বাংলাদেশ বার কাউন্সিলের সামনে এই অনশন কর্মসূচি শুরু করেন তারা।

শিক্ষানবিশ আইনজীবীদের দাবিগুলো হল- আইনজীবী তালিকাভুক্তির সর্বশেষ অনুষ্ঠিত লিখিত পরীক্ষার খাতা (থার্ড এক্সামিনার) তৃতীয় পরীক্ষক দারা পুনর্মূল্যায়ন করতে হবে। প্রতি বছর আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশ করতে হবে। আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের তিনবার লিখিত পরীক্ষা দেয়ার সুযোগ প্রদান করতে হবে। খাতা জালিয়াতি রোধে লিখিত পরীক্ষার খাতার ওপরে ‘ওএমআর’ পদ্ধতির ব্যবস্থা রাখতে হবে।

অনশনে অংশ নেয়া শিক্ষানবিশ আইনজীবী শেখ আবুল হাসনাত ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কমকে জানান, খুব ভাল পরীক্ষা দেয়ার পরও আমরা লিখিত পরীক্ষায় ফেল করেছি; এটা আমাদের বিশ্বাস হয় না। আমরা পরীক্ষার খাতা (থার্ড এক্সামিনার) তৃতীয় পরীক্ষক দারা পুনর্মূল্যায়ন দাবী জানিয়ে এসেছি বার কাউন্সিলে। কিন্তু তারা বিষয়টি কোন তোয়াক্কা না করে ভাইভা পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তাতে আমরা সকলে ভীষণ রকম সংক্ষুব্ধ, মর্মাহত।