আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ বার কাউন্সিল ভবনে মৌখিক পরীক্ষা দিতে আসা শিক্ষানবীশ আইনজীবীদের মাঝে পানি বিতরণ করেছেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো: নাজিম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদারের নেতৃত্বে ভাইভা পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট বিকাশ মজুমদার জয়, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম খালিদ বিন সাঈদ, উপ-দপ্তর সম্পাদক রামিম হোসেন মোল্লা, সহ সম্পাদক রুহুল আমিন, সহ সম্পাদক শাফায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির উপ পরিবেশ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম লিয়ন, সহ সম্পাদক বেলায়েত হোসেন, নর্দান ইউনিভারসিটি শাখার সভাপতি সোহাগ আরিয়ান, স্টামফোর্ড ইউনিভার্সিটির (সিদ্ধেশ্বরী) সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
অহেতুক বিড়ম্বনা এড়াতে নির্ধারিত সময়ের আগেই ভাইভা পরীক্ষার জন্য বার কাউন্সিল ভবনের সামনে সকাল থেকেই ভিড় জমান প্রার্থীরা। অপেক্ষারত শিক্ষানবীশ আইনজীবীদের মাঝে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের পানি বিতরণের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভাইভা পরীক্ষার্থীরা। অন্যদিকে সংগঠনটি জানিয়েছে ভাইভা পরীক্ষার্থীদের চাহিদামত পানি বিতরণ করা হচ্ছে। একইসঙ্গে মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিদিন পানি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা শুরু হয়েছে, চলবে চলতি মাসের ২২ নভেম্বর পর্যন্ত।