এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন। এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি ও এমপিও বাতিল করা হবে বলেও মন্তব্য করেন শিক্ষা সচিব।
আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) ব্যানবেইজে সততা স্টোরের উদ্বোধন ও দুর্নীতি দমন কমিশন-দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
সচিব বলেন, ‘বিভিন্ন অজুহাতে ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি ও এমপিও বাতিল করা হবে। নেওয়া হবে আইনগত ব্যবস্থা।’
এসব ঘটনার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসাধু শিক্ষক ও কর্মচারীদের দায়ী করেন শিক্ষা সচিব।
অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি বন্ধে শিক্ষা মন্ত্রণালয় সহযোগিতা করছে। দুদক কাউকে ছাড় দেবে না। দুর্নীতি-অনিয়ম বন্ধে দুদকের অভিযান চলছে।