বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে ল’ গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই ধাপে আগামী ১৪ এবং ১৯ ফেব্রুয়ারি এই ধাপে রেজিস্ট্রেশন কার্ড পাবেন আরও চার বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এগুলো হল- বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঈসাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও দেশের আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে বার কাউন্সিল সচিব মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য উল্লেখিত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ল’ গ্র্যাজুয়েটদের ‘নমুনা ফরম’ পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন কার্ড প্রদানের নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে অবশ্যই সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে নমুনা ফরম যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এই রেজিস্ট্রেশন কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। মাঝে দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জোহরের নামায ও দুপুরের খাবারের জন্য বিরতি থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ইন্টিমেশন ফরম’ তথা ‘পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম’ জমাদানের পর ছয় মাস অতিক্রান্ত না হলে রেজিস্ট্রেশন কার্ড প্রস্তুত হয় না।
পরবর্তীতে অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (বার কাউন্সিলের চাহিত সকল কাগজপত্র ও তথ্যাদি নির্ধারিত ফরম্যাট অনুযায়ী স্ব স্ব বিশ্ববিদ্যালয় থেকে যথাযথ প্রাপ্তি সাপেক্ষে) শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে ধাপে ধাপে বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হবে। এ সম্পর্কে বিস্তারিত যথাসময়ে নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞতিতে বলা হয়েছে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন এবং এই চার বিশ্ববিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার জন্য যোগ্যাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।