বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডকে বাক্স্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিবৃতিতে এ কথা বলা হয়।
সংস্থাটি বলছে, এই ঘটনা ছাত্রসংগঠন তথা শিক্ষাঙ্গনের ওপর দুর্বৃত্তায়িত অসুস্থ রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর পরিণতি। তাই অবিলম্বে বুয়েটসহ দেশের সব শিক্ষাঙ্গনকে সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত করার দাবি জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক ছাত্র সহিংসতা, ব্যাপক দুর্নীতি ও অনিয়ম, দলীয় রাজনৈতিক প্রভাবদুষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যত নিষ্ক্রিয়তার ফলে বাংলাদেশের ঐতিহ্যবাহী আদর্শিক ছাত্র আন্দোলনের অস্তিত্ব সংকটের মুখোমুখি। আবরার হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ছাত্র আন্দোলনের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। এ জন্য শিক্ষাঙ্গনকে সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত করার কোনো বিকল্প নেই বলে মনে করছে টিআইবি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজনৈতিক নেতৃত্বের একাংশের পরমত-অসহিষ্ণুতা ও অসুস্থ ক্ষমতার রাজনীতি, বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের গৌরবকে নিশ্চিহ্ন করে দেওয়ার ঝুঁকি সৃষ্টি করছে। এতে আমরা উদ্বিগ্ন এবং শঙ্কিত। আশা করি রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীল অংশ আমাদের এই উৎকণ্ঠার গভীরতা উপলব্ধি করতে পারবেন। অনুতপ্ত হবেন এবং শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রসংগঠনগুলোকে অসুস্থ রাজনীতির কালো থাবামুক্ত করবেন।’
দেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে নির্দলীয় সাধারণ শিক্ষার্থীদের দেয়ালে আজ পিঠ ঠেকে গেছে উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘শিক্ষকদের একাংশ রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ছাত্রদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রেরণা জোগানোর দায়িত্বে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। অনেকে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ও তথাকথিত ছাত্রনেতাদের যোগসাজশে সরাসরি দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েছেন। এই অসুস্থ অবকাঠামোকে ভেঙে দেওয়া ছাড়া উত্তরণের আর কোনো পথ আছে বলে আমাদের জানা নেই। তাই এখনই শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় কার্যক্রম নিষিদ্ধ করুন করার দাবি জানাচ্ছে টিআইবি।’
আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘আবরার হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের লালিত মরণব্যাধির লক্ষণ মাত্র। এর প্রতিকার সরকারেরই হাতে, রাজনৈতিক নেতৃত্বের হাতে। সাম্প্রতিক সময়ে শিক্ষাঙ্গনে আরও যেসব অনিয়ম, সহিংসতার ঘটনা ঘটেছে, সেগুলোর মতো এই ঘটনাও শেষ পর্যন্ত ধামাচাপা দেওয়া হলে এর দায় তাঁদের বহন করতে হবে। ফাঁকা আশ্বাস নয়, আমরা কার্যকর বাস্তবায়ন দেখতে চাই।’