বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারসহ তিনজনের বিরুদ্ধে এক নারী কারারক্ষীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নালিশি মামলা খারিজ করে দিয়েছেন নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল।
শুনানি শেষে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) মামলাটি খারিজ করে দেন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্ত দাস।
এর আগে, গতকাল সোমবার (১৩ নভেম্বর) ধর্ষণ চেষ্টার অভিযোগে সিনিয়র জেল সুপার ও ভারপ্রাপ্ত কারা উপ-মহাপরিদর্শক মো. আজিজুল হক এবং দুই কারারক্ষী নিজাম ও শেখ ফরিদের বিরুদ্ধে নালিশি মামলাটি করেন ওই কারারক্ষী।
অভিযোগের সপক্ষে যথাযথ প্রমাণাদি ও উপাত্ত না থাকায় মামলা খারিজ হয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে। তবে বাদিনী জানিয়েছেন, উচ্চ আদালতের শরণাপন্ন হবেন তিনি।
বাদিনীর আইনজীবী আবুল কালাম আজাদ ইমন গণমাধ্যমকে অভিযোগ করেন, ট্রাইব্যুনালে ধর্ষণের মামলা দায়ের পর থেকেই ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষসহ প্রশাসনের কর্মকর্তাদের তৎপরতা শুরু হয়। এ কারণে বাদিনী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।
জেলা প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম