করোনা পরিস্থিতে ঢাকা আইনজীবী সমিতির বর্তমান কমিটির প্রতি আমার কিছু প্রস্তাব; একটু ভেবে দেখবেন কি ?
আমাদের এই সাধারণ আইজীবীদের দুঃসময়ে, আমরা অপ্রয়োজনী কিছু খরচ বাদ দিয়ে, আইনজীবী ভাইদের পরিবার পরিজনদের কথা ভেবে, আমাদের এ বৎসরের কিছু খরচ এবারের জন্য (সরকার ইতিমধ্যেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করায় এই খাতে খরচটি রয়ে গেছে) যেমন- বৈশাখী, রবিন্দ্র নজরুল, ঈদ পুনর্মিলনী, নাটক, ইফতার, (যদিও কেউ আপত্তি করতে পারেন), পূজা, ঈদে মিলাদুনবী, খেলাধুলার অনুষ্ঠান স্থগিত করে আমার সাধারণ আইজীবীর একটি তালিকা যাচাই করে তাদের হাতে তুলে দিতে পারি কি না।
কারন অনেক আইনজীবী ভাই বোনরা লজ্জায় মুখ ফুটেও কারো কাছে বলতে পারবেনা, হাতও পাততে পারবেনা, আমার আইনজীবী ভাই বোনদের কষ্ট আমার সমিতিকেই দেখতে হবে, অন্য কেউ এগিয়ে আসবেনা, কারন ব্যাংক আমাদের লোন দিতে চায় না, তাই আসুন আমরাই আমাদের ভাই বোনদের জন্য এগিয়ে আসি।
বিষয়টি প্রত্যেক আইনজীবী সমিতিও ভেবে দেখতে পারেন, সাধারণ সভায় এ বিষয়ে প্রস্তাব আনা যায় কিনা সকলে ভেবে দেখবেন।
আসুন সবাই মিলে এই দুঃসময়ে আইনজীবী ভাই বোনদের পাশে থাকি।
লেখক- মোঃ জাহাঙ্গীর হোসেন দুলাল, সদ্য বিদায়ী সহ-সভাপতি, ঢাকা আইনজীবী সমিতি, কার্যকরী কমিটি।
(ফেইসবুক স্ট্যাটাস থেকে সংগ্রহ)