করোনাভাইরাসে আক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন।
সোমবার (০৬ এপ্রিল) ভোরে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভোরে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। বর্তমানে তার স্ত্রী-সন্তান হাসপাতালের আইসোলেশনে রয়েছেন।
জ্বর-কাশিসহ উপসর্গ দেখা দিলে দুদকের ওই কর্মকর্তা গত ৩০শে মার্চ আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেন। পরীক্ষায় করোনা পজিটিভ হলে সেই রাতেই তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। ১লা এপ্রিল ভোর ৫টায় তাকে ভেনটিলেশনে রাখা হয়।