করোনাভাইরাস সংক্রমণ রোধে আদালতপাড়া বন্ধ। এই অবস্থায় বিপাকে পড়া আইনজীবীদের বিনা সুদে তিন বছর মেয়াদি ঋণ দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ ঋণ পেতে সমিতির ওয়েবসাইটে ২৫ এপ্রিলের মধ্যে আইনজীবীদের আবেদন করতে হবে।
সমিতির ওয়েবসাইট www.scba.org.bd তে ফর্ম পাওয়া যায়। আর পাঠাতে হবে সমিতির মেইল scba.bd@gmail.com ঠিকানায়।
সংবাদটি ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কমকে নিশ্চিত করে সমিতির কার্যকরী সদস্য মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘আজ এই বিষয়ে সমিতির রেজুলেশন ও নোটিশ হয়েছে এবং সদস্যদের সেল ফোনে মেসেজের মাধ্যমে জানানো হচ্ছে আবেদন করার জন্য। আগামীকাল থেকে সদস্যরা আবেদন করতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘সমিতির বিদ্যমান Benevolent Fund Loan Rules, 2001 মোতাবেক কোন বিজ্ঞ সদস্য শুধুমাত্র ‘চিকিৎসা সুবিধার’ জন্য তার জমাকৃত অর্থের ৯৫% ঋণ হিসাবে নিতে পারেন। আমরা এটিকে শিথীল করে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, একজন আইনজীবী তার জমাকৃত টাকার ৯৫% অথবা ২৫ হাজার টাকা, যে অংকটি কম, সে পর্যন্ত বিনা সুদে ঋন গ্রহন করতে পারবেন। তিনি তিন বছর পর্যন্ত সময় পাবেন এটি পরিশোধ করার জন্য।”
সমিতির কার্যকরী কমিটির নবনির্বাচিত সদস্য মশিউর রহমান আরও বলেন, ‘আমরা জানি, Benevolent Fund এর এই সুবিধা অনেক নবীণ আইনজীবী পাবেন না। তাদের কথা বিবেচনা করে আমরা আপাতত ৫০ লক্ষ টাকার একটি আপদকালীন ফান্ড সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করেছি। একজন বিজ্ঞ সদস্যের আবেদনক্রমে case to case বিবেচনায় এই ফান্ড থেকে তিন বছরের মধ্যে পরিশোধযোগ্য সুদমুক্ত ঋণের আদলে অর্থ বরাদ্দ করা হবে।’