বিশ্বে যত মানুষ কারাগারে বন্দি রয়েছে তার ২৫ শতাংশেরই ঠিকানা যুক্তরাষ্ট্রের কারাগারগুলো। বন্দিদের মধ্যে পুরুষদের পাশাপাশি রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নারী কয়েদিও। যার সংখ্যা এক লাখ ৬৭ জন। তবে গুরুতর থেকে লঘু অপরাধের অভিযোগে বন্দি এসব নারীদের ওপর যৌন নিগ্রহসহ নানা নিপীড়ন চালানোর অভিযোগ উঠেছে।
জানা জেছে, নাবালিকা কয়েদিরা প্রায় সময়েই যৌন নিগ্রহের শিকার হন। আর এসব ঘটনার অনেকগুলোর সঙ্গে কারা কর্তৃপক্ষের জড়িত থাকার অভিযোগ রয়েছে। মার্কিন কারাগারে নারী কয়েদিরা পুরুষ কয়েদিদের তুলনায় বেশি অসুস্থ হন। হেপাটাইটিস সি, এইচআইভি, বিভিন্ন চর্মরোগ নিয়ে জর্জরিত থাকেন তারা। সবসময়ে এর যথাযথ চিকিৎসাও পান না নারীরা।
কারাগারে থাকাকালীন অনেক অপ্রাপ্ত বয়স্ক মেয়ে গর্ভবতীও হয়ে পড়েছেন। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়েও নিরুত্তাপ থাকছে।
মার্কিন কারাকর্মীদের উপর্যুপরি দুর্ব্যবহারের শিকার হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন অনেক নারী কয়েদি। এদিকে কারাগার থেকে বের হওয়ার পরে চাকরি পাওয়া বা স্কুল-কলেজে যাওয়া একরকম অসম্ভব হয়ে যায় নারীদের। যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম