ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে অক্সিজেনের জোগান। অক্সিজেনের অভাবে দিল্লিতে গত সপ্তাহে ২৫ জন এবং শনিবার ১২ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে সোমবার দিবাগত মধ্যরাতের মধ্যে দিল্লিতে অক্সিজেনের যোগান নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে সে সাথে বরাদ্দ অনুযায়ী অক্সিজেন না দেওয়া হলে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি ভারতের সুপ্রিম কোর্টের।
দিল্লির পাশাপাশি অন্য রাজ্যগুলোর সঙ্গেও কথা বলে অক্সিজেনের অতিরিক্ত জোগান মজুত রাখার নির্দেশ দিয়েছেন আদালত। যাতে প্রয়োজন পড়লে সেখান থেকে সংশ্লিষ্ট রাজ্যে অক্সিজেন সরবরাহ করা যায়। দিল্লির একাধিক হাসপাতালের আবেদনের শুনানি শেষে ৬৪ পাতার রায়ে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এলএন রাও ও বিচারপতি এস রবীন্দ্র ভট্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন।
রায় ঘোষণার সময় আদালত বলেন, ‘অনেক হয়েছে। যতটা বরাদ্দ করা হয়েছে, তার চেয়ে বেশি কেন্দ্রকে দিতে বলা হচ্ছে না। কিন্তু বরাদ্দ অনুযায়ী দিতে হবে। যদি সোমবার দিবাগত মধ্যরাতের মধ্যে অক্সিজেন না দেওয়া হয়, তা হলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো।’ শুধু অক্সিজেন নয়, কোভিড টিকার দাম নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেছে সুপ্রিম কোর্ট। আদালত বলেন, ‘গরিব বা প্রান্তিক মানুষেরা হাসপাতালে গিয়ে টিকার জন্য ৬০০ টাকা দিতে পারবে না। আপনাদের দাম ভেবে দেখা উচিৎ।’ হাসপাতালে ভর্তির ক্ষেত্রে একটি কেন্দ্রীয় নীতি তৈরির জন্যও কেন্দ্রকে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন আদালত।
বিদ্যমান করোনা পরিস্থিতির মধ্যেই ভারতে সম্প্রতি মারাত্মক আকার ধারণ করেছে অক্সিজেন সংকট। শুধু দিল্লি নয়, বরং অন্যান্য রাজ্যেও সংকট দেখা দিচ্ছে। রবিবার রাতে কর্নাটকের চামারাজানগর জেলা হাসপাতালে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে অক্সিজেনের অভাবে ২৪ জনের মৃত্যু হয়েছে। এক টুইটে হৃদয়বিদারক এসব মৃত্যুর ঘটনায় সরকারকে দায়ী করে কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এটি মৃত্যু নাকি হত্যা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।