বাংলাদেশ গ্যাস-তেল-খনিজসম্পদ করপোরেশন আইনের খসড়া নীতিগত অনুমোদন

বাংলাদেশে গ্যাস, তেল ও খনিজসম্পদ করপোরেশন আইন, ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩ মে) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে ১৯৭৬ ও ১৯৮৬ সালের দু’টি অর্ডিন্যান্স ছিল। দুটোই সামরিক আইনের সময় জারি হওয়ায় আদালনের নির্দেশনার আলোকে সেগুলোকে পরিবর্তন করা হচ্ছে।

তিনি জানান, করেপারেশনের অনুমোদিত মূলধন থাকবে পাঁচ হাজার কোটি টাকা। কিন্তু পরিশোধিত মূলধন হবে ২শ কোটি টাকা।

তিনি আরও জানান, করপোরেশনের কাজ হবে গ্যাস, তেল বা খনিজ বিষয়ে গবেষণা করা। উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, কর্মপরিকল্পনা প্রণয়ন, এলএমজি আমদানি, বিপণন, রপ্তানি, ব্যবস্থাপনা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি গঠন করতে হবে। করপোরেশন তার অধীনস্ত শেয়ার বা স্বত্ত্ব ধারণ করতে পারবে। করপোরেশন সরাসরি অনুমোদনক্রমে ব্যাংকে মেয়াদী আমানত বা অন্য কোনো জ্বালানি সংশ্লিষ্ট লাভজনকখাতে বিনিয়োগ করতে পারবে।