দুর্নীতির কারণে প্রধান বিচারপতি এসকে সিনহা পদত্যাগ করেছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
প্রধান বিচারপতির সঙ্গে যে পাঁচ বিচারপতি ছিলেন তারা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললে এসকে সিনহা কোনো উত্তর দিতে পারেননি, মন্তব্য মন্ত্রীর।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কসবা পৌরসভা ও চারটি ইউনিয়নের ১৩টি গ্রামে আংশিক বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বিদ্যুৎ সংযোগ দিতে ব্যয় হয়েছে দুই কোটি ৪৮ লাখ টাকা।
এ সময় মন্ত্রী আরো বলেন, এখন বিএনপি বলছে, প্রধান বিচারপতিকে নাকি আমরা জোর করে পদত্যাগ করিয়েছি। বিএনপি এ কথা প্রমাণ করুক। বিএনপি মিথ্যা কথা বলে আর সে মিথ্যা কথার উত্তর দিতে হয় আমাদের। বিচারপতির সঙ্গীরা যদি তার সঙ্গে না বসেন; সে দোষ শেখ হাসিনার না আমাদের?
নির্বাচন নিয়ে তিনি বলেন, বিএনপি জনগণের আস্থা হারিয়েছে। তাই তারা এখন অনেক রকম বেসুরো গান গাইতে শুরু করেছে। ২০১৮ সালের ডিসেম্বরে শেখ হাসিনার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে।