বিকাশ

অর্থ পাচার মামলায় আট বিকাশ এজেন্ট গ্রেপ্তার

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ লেনদেন ও মুদ্রা পাচারের মামলায় আট বিকাশ এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশসুপার শারমিন জাহান বলেন,“রেমিটেন্সের অর্থ অবৈধভাবে বিকাশের মাধ্যমে হুন্ডি করার অভিযোগে মানি লন্ডারিং আইনে নয়টি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।”

তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম পরিচয় বা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সিআইডির মালিবাগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান শারমিন জাহান।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংক বিকাশ-এর তিন হাজার এজেন্টের ‘অস্বাভাবিক’ লেনদেন তদন্ত করতে অনুরোধ করেছিল সিআইডিকে। তার ধারাবাহিকতায় ওই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আট এজেন্টের গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিকাশ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ-এর মাধ্যমে বাংলাদেশে মোবাইলে আর্থিক লেনদেনের ৭০ শতাংশের মতো হয়ে থাকে।

নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম