কারাগারে ছেলেকে গাঁজা দিতে গিয়ে বাবা আটক
আটক (প্রতীকী ছবি)

পায়ুপথে বাতাস ঢোকানোয় কিশোর শ্রমিকের মৃত্যু, আটক আরেক কিশোর

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় পায়ুপথে বাতাস ঢোকানোয় এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ আরেক কিশোর শ্রমিককে আটক করেছে।

আজ শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলার বৈরাগীরচালা গ্রামের আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলসে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কিশোরের নাম মো. অপু দেওয়ান (১৩)। সে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব শিয়ালদি গ্রামের মো. পলাশ দেওয়ানের বড় ছেলে। সে পরিবারের সঙ্গে কেওয়া পূর্বখণ্ড গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকত। আটক ওই কিশোরের (১৪) বাড়ি দিনাজপুরের ফুলবাড়িয়া উপজেলায়। দুজনই আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলসে শ্রমিকের কাজ করত।

পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ৬টার দিকে অপুর পায়ুপথে বাতাস ঢোকানোর ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, অপু স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। কিন্তু করোনাকালে স্কুল বন্ধ হয়ে যায়। এ ছাড়া পরিবারেও অভাব নেমে আসে। একপর্যায়ে অপুকে আনোয়ারা মান্নান টেক্সটাইলে চাকরিতে দেওয়া হয়।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা এ ঘটনায় এক কিশোর শ্রমিককে আটক করে থানায় নিয়ে এসেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’