ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোর্ট অব ওয়ার্ডস ভাওয়াল রাজ এস্টেটের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং জেলা জজ আদালত সমূহে মোকদ্দমায় আইনগত প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন আইনজীবীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম: আইনজীবী
প্রতিষ্ঠানের নাম: ভূমি সংস্কার বোর্ড
খালি পদের সংখ্যা: নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা
- প্রার্থীকে অবশ্যই বার কাউন্সিলের সনদভুক্ত আইনজীবী হতে হবে
- বাংলাদেশের নাগরিক হতে হবে।
অভিজ্ঞতা
- বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এস্টেটের পক্ষে আইনগত প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রিট পিটিশন ও দেওয়ানি মোকদ্দমায় কমপক্ষে ৮ বছর প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে।
- আপিল বিভাগে এস্টেটের পক্ষে আইনগত প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কমপক্ষে ৫ বছর প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে।
- জেলা জজ আদালতে দেওয়ানি মোকদ্দমায় কমপক্ষে ১০ বছর প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে।
অযোগ্যতা: কোর্ট অব ওয়ার্ডস ভাওয়াল রাজ এস্টেটের বিপক্ষে মোকদ্দমা পরিচালনাকারী কোন আইনজীবী আবেদন করতে পারবে না।
আবেদনের নিয়ম, ঠিকানা ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল, ২০২২।