শিশু আইনের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের অনুমতি পেয়েছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত ৬৯ বিচার বিভাগীয় কর্মকর্তা। আগামী ২০ এপ্রিল এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও স্ট্রেংদেনিং ক্যাপাসিটি অব জুডিসিয়াল সিস্টেম ফর চাইল্ড প্রটেকশন ইন বাংলাদেশ প্রকল্প এ কর্মশালার আয়োজন করেছে।
৪৩তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহনকারী বিচারকদের মধ্যে ৩৫ জন এবং ৪৪তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহনকারী বিচারকদের মধ্যে ৩৪ জনকে উল্লেখিত কর্মশালায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।
অনুমতিপ্রাপ্ত বিচারকদের তালিকা দেখতে বিজ্ঞপ্তি ক্লিক করুন।
এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের যাবতীয় ব্যয় বহন করবে স্ট্রেংদেনিং ক্যাপাসিটি অব জুডিসিয়াল সিস্টেম ফর চাইল্ড প্রটেকশন ইন বাংলাদেশ প্রকল্প।