গাজীপুরে এক ব্যবসায়ী সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করছিলেন। এমন খবর পেয়ে ওই দোকানে অভিযান চালিয়ে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০০ লিটার তেল জব্দ করা হয়।
আজ বুধবার (১১ মে) দুপুরে জেলার জয়দেবপুর বাজারে এ ঘটনা ঘটে। জয়দেবপুর বাজারে জেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স ঝুমা ট্রেডার্সের মালিক শুকুরাম সাহাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জব্দকৃত ৫০০ লিটার বোতলজাত সয়াবিন তেল ভোক্তাদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। সংকটের বাজারে তেল পেয়ে খুশি স্থানীয় লোকজন।
ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, কৃত্রিম সংকট তৈরি করে এই দোকানি প্রতি পাঁচ লিটার বোতলজাত তেল বিক্রি করছিলেন ৯৪৫ টাকায়। যেটা নির্ধারিত মূল্যের অনেক বেশি। বোতলের গায়ের মূল্য মুছে অতিরিক্ত দাম নেওয়ায় অর্ধলাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।