সুপ্রিম কোর্টে বিএনপি সমর্থিত আইনজীবীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা

সুপ্রিম কোর্টে বিএনপি সমর্থিত আইনজীবীদের ‘সন্ত্রাসী’ হামলার প্রতিবাদে সভা

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিএনপি সমর্থিত আইনজীবীদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলা ও নৈরাজ্য সৃষ্টির’ মাধ্যমে অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রামাণিকসহ অন্যান্য আইনজীবীদের আহত করার অভিযোগ তুলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ মে) বিকাল ৪ টায় সমিতির ১নং হল রুমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ মোমতাজউদ্দিন ফকির এবং সভা পরিচালনা করেন সমিতির সম্পাদক মোঃ আবদুন নূর দুলাল।

সভায় বক্তারা, নজরুল ইসলাম প্রামাণিকসহ অন্যান্য আইনজীবীদের আহত করার প্রতিবাদ জানান। সেই সাথে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত প্রচলিত আইনের আওতায় আনার দাবী জানান।

এর আগে বুধবার (১৮ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদ অবৈধভাবে দখল করার অভিযোগ ও বারের ঐতিহ্যকে কলঙ্কিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা।

এক পর্যায়ে সমিতির সম্পাদকের কক্ষের সামনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পরেন তারা। এসময় সম্পাদকের নেমপ্লেট তুলে ফেলেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। হাতাহাতির সময় আইনজীবী এন আই প্রামাণিক গুরুতর আহত হন।