অনিবার্য কারণে পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ স্থগিত করা হয়েছে। পুলিশ সদর দফতর থেকে এক জরুরি বার্তায় গতকাল রোববার (১৪ জানুয়ারি) ৬৪ জেলার পুলিশ সুপারকে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২১ ডিসেম্বর পুলিশে কনস্টেবল (ট্রেইনি রিক্রুট কনস্টেবল-টিআরসি) পদে সাড়ে আট হাজার পুরুষ ও দেড় হাজার নারী সদস্য নিয়োগে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
একটি সূত্র জানায়, এ বছরের পুলিশ সপ্তাহে এই ১০ হাজার কনস্টেবল নিয়োগ কেন্দ্রীয়ভাবে সম্পন্ন করা যায় কিনা তা নিয়ে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। দীর্ঘদিন ধরেই কনস্টেবল নিয়োগ পুলিশ সুপারদের মাধ্যমে হয়ে আসছে।
পুলিশ সদর দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কনস্টেবল পদে নিয়োগ কার মাধ্যমে সম্পন্ন হবে তা নিয়ে আলোচনা চলছে। এটি চূড়ান্ত হলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
নগর প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম