ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল রোববার। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রার্থীরা শীতের তীব্রতা উপেক্ষা করে রাতদিন ছুটছেন নির্বাচনী প্রচারে। তবে আজ রাত ১২টার পর থেকেই বন্ধ হয়ে যাবে প্রার্থীদের এই নির্বাচনী প্রচার।
আগামী এক বছরের জন্য সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করতে ভোটাধিকার প্রয়োগ করবেন ৮৪২ জন ভোটার।
প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগপন্থী বলে পরিচিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের’ সভাপতি পদে মো. জালাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌমেন্দ্র কিশোর চৌধুরী।
বিপরীতে বিএনপিপন্থী বলে পরিচিত ‘সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের’ সভাপতি পদে আবু রেজা ফজলুল হক বাবলু ও সাধারণ সম্পাদক পদে সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ড. মীর মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে গত বৃহস্পতিবার রাতে উভয় প্যানেলের প্রার্থীদের পরিচিতি সভা ও নৈশভোজ সম্পন্ন হয়েছে।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির গত বছরের নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছিলেন। আওয়ামী লীগপন্থীরা অন্য দশটি পদে জয়লাভ করেন।
জেলা প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম