সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন : আইনমন্ত্রী
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক

সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন : আইনমন্ত্রী

আগামী সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, সফররত দলটির সঙ্গে বৈঠকে ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে কথা হয়েছে। এ আইন নিয়ে আমি আগেও যে কথা বলেছি ঠিক সেই কথাগুলো আমি তাদের আজও বলেছি। আগের মতো বলেছি যে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেপ্টেম্বরের মধ্যে সংশোধিত হবে।

তিনি বলেন, তারা (প্রতিনিধি দল) পরিষ্কারভাবেই বলেছেন, সব দেশেই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। গতকাল আইন মন্ত্রণালয়ের সচিব ইউরোপীয় ইউনিয়নের টিমকে যেভাবে বলেছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার যে আইনি কাঠামো, সেটা বাংলাদেশে আছে। যে আইনগুলো এ ব্যাপারে সহায়ক, আমি সেগুলোর কথা উল্লেখ করেছি।

আইনমন্ত্রী আরও বলেন, আমরা যে সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ক্ষমতা বলে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের যে আইনটি করেছি, সেটি সম্বন্ধে কথা বলেছি। এটিও বলেছি গত ৫০ বছরে বাংলাদেশে আইন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই আইনটি করেছে। এছাড়া উপমহাদেশে অন্য কোনো দেশে এ আইন নেই, সেটিও আমি বলেছি।

তবে মানবাধিকার ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।