জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কারাদণ্ডের রায়ের পর ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বকশীবাজারের বিশেষ আদালত রায় ঘোষণার পর পরই তিনি এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এ রায় রাজনৈতিক প্রতিহিংসাবশত দেওয়া হয়েছে। এটা ন্যায়বিচারের পরিপন্থী। আমরা ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে যাব। মামলার রায়ের অনুলিপি আদালতের কাছে চাওয়া হয়েছে। আদালত আমাদের আশ্বস্ত করেছেন।’
এ সময় আইনজীবী অভিযোগ করেন, রায় ঘোষণার পর খালেদা জিয়াকে তাঁর আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। তাঁকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।
প্রসঙ্গত, পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এ মামলার অন্য পাঁচ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছেন।
এই পাঁচ আসামি হলেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।