ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আল মামুনকে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের দায়িত্ব দিয়েছে সরকার।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এ সদস্যকে প্রেষণে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন: প্রতিটি মৃত ব্যক্তির আত্মা বিচার চায়: রায়ের পর্যবেক্ষণে বিচারক
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এ সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক পদে নিয়োগ/বদলি করা হলো।
এতে আরও বলা হয়, বর্ণিত বিচারককে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারকের কাছে আগামী ১৪ মে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুন: কক্সবাজার কোর্ট কম্পাউন্ডে সিজেএম ভবন নির্মাণের দাবি আইনজীবীদের
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।