হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার হলেন বিচারক আতিকুস সামাদ

হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার হলেন বিচারক আতিকুস সামাদ

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব মো. ওসমান হায়দার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার (১ সেপ্টেম্বর) এই নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী জুডিসিয়াল সার্ভিসের সদস্য অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাঁর চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।

ড. মো. আতিকুস সামাদ গতবছর মার্চ মাসের ১৯ তারিখে সিনিয়র সহকারী জজ থেকে পদোন্নতিপ্রাপ্ত হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বাগেরহাটে যোগদান করেন। এর আগে তিনি রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে তিন বছর কর্মরত ছিলেন।