ছাগলকাণ্ডের ঘটনায় উঠে আসা আলোচিত নাম মতিউরের ভাইয়ের একটি মামলা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের একটি মামলার পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেছেন বলে দেশের বিভিন্ন টিভি চ্যানেল/অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এসব সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর বলছেন এ আইনজীবী।
এসব মামলার পক্ষে শুনানি করেননি বা এরকম কোনো ঘটনা ঘটেনি বলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিভিন্ন টিভি চ্যানেল/অনলাইন পোর্টাল কর্তৃক প্রচারিত ও প্রকাশিত সংবাদ সূত্র ধরে জানতে পারি যে, ছাগলকাণ্ডের ঘটনায় উঠে আসা আলোচিত নাম মতিউরের ভাইয়ের একটি মামলা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পক্ষে একটি মামলা হাইকোর্টে আমি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেছি মর্মে একটি সংবাদ প্রচার ও প্রকাশ হচ্ছে, যা অসত্য ও বিভ্রান্তিকর।
আমি উপরোক্ত ২ জনের পক্ষে কোনো মামলা পরিচালনা করি নাই এবং উপরোক্ত ২ ব্যক্তি আমার সাথে মামলা পরিচালনা করার জন্য কখনো কোনো যোগাযোগও করে নাই।
সুতরাং এই অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ টিভি চ্যানেল ও অনলাইন পোর্টালে প্রচার ও প্রকাশ করা উদ্দেশ্যপ্রণোদিত এবং কোনো একটি চক্রের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আমি উক্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যেসব গণমাধ্যম উক্তরূপ বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও প্রচার করেছেন তা অনতিবিলম্বে প্রত্যাহারের জন্য এবং টিভি চ্যানেল ও নিউজ পোর্টাল থেকে সরিয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।