বিচার বিভাগে আইন মন্ত্রণালয়ের কর্তৃত্ব বিলোপ করতে হবে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

হাইকোর্টে বিচারক নিয়োগে কাউন্সিল গঠনের পরিকল্পনা প্রধান বিচারপতির

উচ্চ আদালতে বিচারক নিয়োগে একটি বিচার বিভাগীয় নিয়োগ কাউন্সিল গঠনের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে প্রশাসন ভবন-৪ এর দোতলায় অবস্থিত কনফারেন্স রুমে ফুলকোর্ট সভায় গত ৪ নভেম্বর এ কথা বলেন তিনি।

সভায় ১৩৭ বিচারকের পদোন্নতির বিষয় অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। এদের মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা ও দায়রা জজ পদে ১০ জন, তিনজনকে যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ এবং সিনিয়র সহকারী জজ সমমর্যাদার ১২৪ জন বিচারককে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের ২০২৫ সালের বর্ষপঞ্জিও অনুমোদন দেওয়া হয়েছে এই সভায়।

বৈঠক সূত্র জানায়, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে উপযুক্ত প্রার্থী বাছাইয়ে একটি বিচার বিভাগীয় নিয়োগ কাউন্সিল গঠনের পরিকল্পনা করছেন প্রধান বিচারপতি। এ বিষয়ে শিঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠাবেন তিনি। বিষয়টি তিনি ফুলকোর্ট সভায় অবহিত করেছেন।

সূত্র জানায়, প্রধান বিচারপতি বলেছেন, সংবিধানের অধীনে কাউন্সিল গঠনের জন্য সুনির্দিষ্ট বিধি প্রণয়ন করা হবে এবং বিষয়গুলো পরে হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে শেয়ার করবেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) হাইকোর্ট সূত্রে জানা যায়, বুধবার (৩০ অক্টোবর) হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. আতিকুস সামাদের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে ফুলকোর্ট সভা ডাকার আদেশ জারি করা হয়।

প্রসঙ্গত, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে দুটি বিভাগে বিচার কার্যক্রম পরিচালিত হয়। এর একটি আপিল বিভাগ এবং অন্যটি হাইকোর্ট বিভাগ। এ দুই বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে যে সভা অনুষ্ঠিত হয়, তাকেই ফুলকোর্ট সভা বলা বলা হয়।

বিচার বিভাগের প্রধান নির্বাহী হিসেবে এ সভা আহ্বানের এখতিয়ার প্রধান বিচারপতির। ফুলকোর্ট সভায় বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি বিষয়ে সিদ্ধান্ত নিতেও এ সভা আহ্বান করা হয়।