কুমিল্লা জেলা আইনজীবী সমিতির এক সদস্যের সীল ও স্বাক্ষর জাল করে আদালতে মামলা দায়ের করা এক প্রতারককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গত ১১ নভেম্বর ২০২৪ তারিখে “রফিক” নামের এক ব্যক্তি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির একজন অ্যাডভোকেটের সীল ও স্বাক্ষর জাল করে বরুড়া সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তায় দেওয়ানী ৪৪১/২৪ ইং মোকদ্দমা দায়ের করেন। সংশ্লিষ্ট আইনজীবী বিষয়টি অবগত হওয়ার পর সমিতিকে অবহিত করেন।
আরও পড়ুন: ‘পাঠাও চালক’ সেই মাসুদ আইনাঙ্গনে পেলেন বড় দায়িত্ব
কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ভূইয়াকে বিষয়টি অবহিত হওয়ার পর সত্যতা যাচাই করে টাউট রফিককে কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
উল্লেখ্য, টাউট রফিককে এর আগেও কুমিল্লা আইনজীবী সমিতি বিভিন্ন বিষয়ে প্রতারণা ও জালিয়াতির জন্য সতর্ক করেছিল এবং মুচলেকা নিয়েছিল। এই ধরনের ঘটনা প্রতিরোধে কুমিল্লা আইনজীবী সমিতি আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।