ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব দেশের বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপের চেষ্টা: বিজেএসএ
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (লোগো)

দ্রুততম সময়ে বিচার বিভাগীয় সচিবালয় চান বিচারকরা

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংগঠনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বুধবার (২০ নভেম্বর ) এ বিষয়ক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন দ্রুততম সময়ের মধ্যে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।”

বিবৃতিতে বিচার বিভাগের অর্থবহ স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি এতে তুলে ধরা হয়।

এতে বলা হয়, সংগঠনের গত মঙ্গলবারের সভায় অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি এবং বিচার বিভাগের সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠাসহ বিচারকদের অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংগঠনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের প্রধান বিচারপতি মহোদয় এরইমধ্যে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করেছেন, যা বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে।”

বিচার বিভাগ পৃথক করতে ঐতিহাসিক মাসদার হোসেন মামলার কথা তুলে ধরে জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে, “মামলার রায়ে সরকারের প্রতি যে ১২ দফা নির্দেশনা প্রদান করা হয়েছে, তার অষ্টম দফায় সংসদ ও নির্বাহী বিভাগ থেকে পৃথক করে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টিকে বিচার বিভাগীয় স্বাধীনতার গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি নিশ্চিত করার লক্ষ্যে আইন ও বিধিতে প্রয়োজনীয় সংস্কার আনয়নের নির্দেশ দেওয়া হয়েছে।”

মাসদার হোসেন মামলার ওই রায়ের সপ্তম দফায় বিচারকদের নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের প্রাধান্য নিশ্চিত করার কথা বলার কথাও বিবৃতিতে তুলে ধরা হয়। এজন্য পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।