রেশন ও টিসিবি কার্ড প্রদানে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, দুদকের অভিযান
দুর্নীতি দমন কমিশন (দুদক)

প্যানেল আইনজীবী/পিপি নিয়োগ দেবে দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনায় সুপ্রিম কোর্ট ও সমগ্র বাংলাদেশে জেলাভিত্তিক কিছু প্যানেল আইনজীবী/পিপি সম্পূর্ণ অস্থায়ীভাবে কেস টু কেস ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

কমিশনের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে কমিশনের সচিব বরাবর আবেদন করতে হবে।

জেলা পিপি নিয়োগের যোগ্যতা

১. বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হিসেবে জেলা ও দায়রা জজ আদালতসমূহে ন্যূনতম ১০ বছর সক্রিয়ভাবে মামলা পরিচালনার অভিজ্ঞতা।
২. আইনজীবী হিসেবে পরিচালিত দায়রা জজ/বিশেষ জজ আদালতে ন্যূনতম ১০টি মামলা/আপীল নিষ্পত্তির অভিজ্ঞতা (এন আই অ্যাক্ট ও দণ্ডবিধির ৩৮৫/৩৮৭ ধারার মামলা বাদে), তন্মধ্যে ন্যূনতম একটি হত্যা/দুর্নীতি মামলা বং দায়রা আদালতে একটি আপীল দায়েরকৃত থাকা আবশ্যক।

সুপ্রিম কোর্টের আইনজীবীদের যোগ্যতা

১. হাইকোর্ট বিভাগে ন্যূনতম ১০ বছর সক্রিয়ভাবে মামলা পরিচালনার অভিজ্ঞতা।
২. আইনজীবী হিসেবে পরিচালিত হাইকোর্ট বিভাগ/আপীল বিভাগে ন্যূনতম ১০টি মামলা নিষ্পত্তির অভিজ্ঞতা (জামিন বাদে), তন্মধ্যে ন্যূনতম একটি আপীল ও একটি ফৌজদারি রিভিশন দায়েরকৃত থাকা আবশ্যক।
৩. অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ/অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ক্ষেত্রে আইনজীবী হিসেবে মামলা পরিচালনার অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য। তবে দায়রা জজ হিসেবে ন্যূনতম ১০টি মামলার পূর্ণাঙ্গ রায় প্রদানের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

অযোগ্যতা

১. কোন রাজনৈতিক দলের পদে থাকলে;
২. কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত/সাজাপ্রাপ্ত হলে;
৩. নৈতিক স্খলনের দায়ে চাকরীচ্যুত হলে;
৪. কোন উগ্র মতাদর্শে বিশ্বাসী হলে;
৫. ঋণ খেলাপি/বিল খেলাপি হলে।

পারিশ্রমিক: মামলা পরিচালনার জন্য কমিশন কর্তৃক নির্ধারিত হারে পারিশ্রমিক প্রদান করা হবে।

আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র এবং নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন।