ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে গবেষক সিরাজ প্রামাণিক এর গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে আইন বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ও আইনবিশেষজ্ঞ ড. মোঃ শাহজাহান মন্ডলের তত্ত্বাবধানে ‘Introduction to the Right to Freedom of Press in Bangladesh’ শীর্ষক পিএইচ. ডি প্রোগ্রামের প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক পি. এম. সিরাজুল ইসলাম। তিনি ‘Right to Freedom of Press in Bangladesh: A Legal Study’ বিষয়ে গবেষণা করছেন।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন ইবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল করিম খান ও অধ্যাপক ড. রেহেনা পারভীন।
বিশেষজ্ঞ আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান ও অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান ড. হালিমা খাতুন।
এছাড়া আইন বিভাগের প্রফেসর ড. রেবা মন্ডল, প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, প্রফেসর ড. সাজ্জাদুর রহমান টিটু, ড. আরমিন খাতুন।
লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফখরুল ইসলাম, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মেহেদী হাসান, শাহেদা আক্তার, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস ও অর্থনীতি বিভাগের সকারী অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ড. শাহেদ আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিএইচডি গবেষক পি এম সিরাজুল ইসলাম বলেন, উপস্থাপিত প্রবন্ধে গণমাধ্যম, গণমাধ্যমের স্বাধীনতার অধিকার বিষয়ে আলোকপাত করা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের অবস্থান, আন্তর্জাতিক আইন ও আইনী দলিল পর্যালোচনা করে ও বাংলাদেশে গণমাধ্যমের বর্তমান অবস্থা এবং প্রত্যাশা তুলে ধরা হয়েছে।