আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের নেতৃত্বে বাদল-তৌহিদ

আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের নেতৃত্বে বাদল-তৌহিদ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে আহ্বায়ক এবং আইনজীবী অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামকে সদস্য সচিব করে ২৬ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান এ তথ্য জানান।

আরও পড়ুনযে মামলায় জামিন পাননি ৬১ আইনজীবী

এ কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই কমিটি প্রয়োজন সাপেক্ষে কেন্দ্রীয় কমিটির মতামতের ভিত্তিতে বর্ধিত কতে পারবেন।

সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ কমিটি অনুমোদন করেন।