বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বরাবর রাজনৈতিক সংস্কার বিষয়ক অমিমাংসিত ইস্যুগুলোর উপর গণশুনানি আয়োজনের আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার (২ জুলাই) পাঠানো এক লিখিত আবেদনে সালাহ উদ্দিন রিগ্যান বলেন, দেশে নির্বাচন পদ্ধতির পরিবর্তন, সংসদীয় ক্ষমতার ভারসাম্য, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, রাজনৈতিক অর্থায়নের স্বচ্ছতা এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা ও ক্ষমতা বৃদ্ধি—এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলোতে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি। বিষয়গুলো নিয়ে জনগণের প্রত্যক্ষ মতামত নেওয়া এখন সময়ের দাবি।
তিনি তার আবেদনে উল্লেখ করেন, দেশের নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন, আইনজীবী সমাজ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী ও প্রান্তিক জনগণের মতামত সংগ্রহের উদ্দেশ্যে একটি বিস্তৃত গণশুনানি প্রক্রিয়া পরিচালনা করা জরুরি।
রিগ্যান মনে করেন, এমন উদ্যোগ গ্রহণ করলে—
-
অমিমাংসিত সংস্কার প্রস্তাবগুলোর ওপর গণতান্ত্রিক রায় প্রতিফলিত হবে,
-
জাতীয় ঐক্যমত কমিশনের প্রতি জনসমর্থন বাড়বে,
-
রাজনৈতিক দলগুলো জনমতের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য হবে এবং
-
একটি কার্যকর ও দীর্ঘস্থায়ী সংস্কার কাঠামো গড়ে উঠবে।
আবেদনে অতিসত্বর এক বা একাধিক ধাপে গণশুনানির আয়োজন করার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে বিনীতভাবে অনুরোধ জানানো হয়। যাতে সাধারণ জনগণ, সুশীল সমাজ, নাগরিক নেতৃবৃন্দ, পেশাজীবীরা তাদের যুক্তিগ্রাহ্য মতামত ও প্রস্তাব উপস্থাপন করতে পারেন।
এই আবেদনের গুরুত্ব অনুধাবন করে কমিশনের নীতিগত স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণের লক্ষ্যে গণশুনানি আয়োজনের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি বিশ্বাস করেন।
সালাহ উদ্দিন রিগ্যানের এই আহ্বানকে অনেকেই সময়োপযোগী বলছেন, বিশেষ করে এমন এক প্রেক্ষাপটে যখন রাজনৈতিক অস্থিরতা ও জন-আস্থার ঘাটতি প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।