আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইটে সাইবার হামলা

নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) একটি ‘পরিশীলিত ও টার্গেটেড’ সাইবার হামলার শিকার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আইসিসির জনসংযোগ দপ্তর। তবে দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

গত মঙ্গলবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বিবৃতিতে আদালতের পক্ষ থেকে বলা হয়,

“গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত একটি নতুন, পরিশীলিত ও টার্গেটেড সাইবার হামলার শিকার হয়েছে। আইসিসির সাইবার টিম বিষয়টি শনাক্ত করার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নেয়।”

আইসিসির বিবৃতিতে আরও বলা হয়,

আদালত মনে করে, এমন ঘটনাগুলো এবং সেগুলোর প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনগণ ও সদস্য রাষ্ট্রদের অবহিত করা জরুরি। আদালতের কার্যকারিতা নিশ্চিত করতে জনগণ ও সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন অত্যাবশ্যক, যা আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় যৌথ দায়িত্ব।

এই সাইবার হামলার ঘটনায় জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে,

আইসিসি একটি বৈশ্বিক বিচার প্রতিষ্ঠান। এর বিরুদ্ধে এমন সাইবার হামলা কোনোভাবেই অবহেলা করা উচিত নয়।

১৯৯৮ সালে রোম সনদের ভিত্তিতে নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালতের যাত্রা শুরু হয়। বিশ্বের বেশিরভাগ দেশই এই আদালতের সদস্য হলেও যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইসরায়েল, ইউক্রেন ও হাঙ্গেরি এখনো সদস্য নয়।

আইসিসির বিশেষত্ব হলো— এটি ব্যক্তি পর্যায়ে অপরাধের বিচার করে। এর আওতায় আসা ব্যক্তির গ্রেপ্তারি পরোয়ানা জারিশাস্তি প্রদান করলে সেই ব্যক্তিকে সদস্য রাষ্ট্রগুলোরই আদালতে হাজির করতে হয়।

উল্লেখ্য, ২০২৩ সালেও আইসিসির নেটওয়ার্কে সাইবার হামলা হয়েছিল, যা এটিকে নিয়ে ক্রমবর্ধমান সাইবার হুমকির দিকেই ইঙ্গিত করে।